পীরগঞ্জে ডিজিটাল গ্রুপের মূলহোতা আটক

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জে প্রতারণার মামলায় ডিজিটাল গ্রুপের মালিক সুমন ওরফে সেলিম (৬০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার প্রজাপাড়ায় ‘ডিজিটাল গ্রুপ’ নামে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান গড়ে তোলেন সেলিম। ইউরোপসহ বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেন তিনি। গ্রেফতারকৃত সেলিম লালমনিরহাট সদর উপজেলার বালাটারী গ্রামের মৃত আমির আলী ভুইয়ার ছেলে । বর্তমানে তিনি পীরগঞ্জ উপজেলার ওসমানপুর গ্রামে বসবাস করতেন। ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রবাসে পাঠানোর নামে সেলিম বিপুল অর্থ আত্মসাৎ করেন।
সর্বশেষ ২০২৪ সালের ৫ আগস্ট ঘটনার পর তিনি গা ঢাকা দেন। পরে উপজেলার ভেন্ডাবাড়ি চেতনাপাড়ার ছাহরাব মিয়া ছেলে নূর মোহাম্মদ (২৩) বাদী হয়ে ,পীরগঞ্জসহ মোট ১৭ জন মিলে ৪৬ লাখ ৩১ হাজার টাকা আত্মসাতের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।
এ ঘটনায় পীরগঞ্জ থানায় মামলানং-১৮,তারিখ-১৭/০৯/২০২৫, ধারা-৪২০/৪০৬/৫০৬ পেনাল কোড ১৮৬০ এ মামলা দায়ের হয়। মামলার তদন্তে প্রতারণার বিষয়টি প্রমাণিত হলে পুলিশ প্রযুক্তিগত সহায়তায় ঢাকার উত্তরা থেকে সেলিমকে গ্রেফতার করে।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন এই ঘটনায় আরো কারো সংশ্লিষ্টতা আছে কিনা আমরা খতিয়ে দেখছি । পীরগঞ্জের সম্মানিত নাগরিকদের বলব বিদেশে গমনসহ যে কোন আর্থিক লেনদের ক্ষেত্রে আরো সতর্ক হবেন।প্রতারক যতই শক্তিশালি হোক তাদের আইনের আওতায় আনা হবে। ৃ