১৫ আশ্বিন, ১৪৩২ - ৩০ সেপ্টেম্বর, ২০২৫ - 30 September, 2025

রংপুর সদর উপজেলাতে দুই দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

2 hours ago
11


পাগলাপীর (রংপুর) প্রতিনিধিঃ

রংপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ২৫-২৬ অর্থ বছরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান (১ম সংশোধিত) প্রকল্পের আওতায়  ২ (দুই) দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সদর উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষণে  রংপুর সদর উপজেলার ৩০ জন  কৃষক অংশ নেন এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় ৷ এই প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল কৃষকদের পতিত জমি এবং বসতবাড়ির অব্যবহৃত স্থানকে কাজে লাগিয়ে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের জন্য সবজি ও ফল বাগান তৈরিতে উৎসাহিত করা এবং হাতে-কলমে শিক্ষা দেওয়া। প্রশিক্ষণের প্রথম দিন, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর অঞ্চলের ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক মোঃ সিরাজুল ইসলাম। তিনি তাঁর বক্তবে বলেন পারিবারিক পুষ্টিবাগানের গুরুত্ব এবং এটি কীভাবে গ্রামীণ অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় অবদান রাখতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি কৃষকদের আধুনিক কৃষি পদ্ধতি, বীজ নির্বাচন, সার প্রয়োগ এবং রোগবালাই দমন সম্পর্কে দিকনির্দেশনা দেন। দ্বিতীয় দিন,প্রশিক্ষণের বিভিন্ন সেশন পরিচালনা করেন জেলা প্রশিক্ষণ অফিসার মোঃ এনামুল হক এবং অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মোঃ হাবিবুর রহমান । তাঁরা রংপুর সদর উপজেলার কৃষকদের পুষ্টিবাগানের জন্য সঠিক স্থান নির্বাচন, মাটির উর্বরতা বৃদ্ধি, বিভিন্ন মৌসুমি সবজি ও ফল চাষের কৌশল এবং জৈব ও অজৈব সার ব্যবহার সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণদেন কৃষক প্রশিক্ষণ অনুষ্টানে সভাপতিত্বে রংপুর সদর উপজেলার কৃষি অফিসার আফরিন বিনতে আজিজ৷ এ সময় আরো উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জনাব মোঃ সারওয়ার হোসেন সহ কৃষি কর্মকর্তারা।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth