শারদীয় দূর্গাপূজা উপলক্ষে রংপুরে জাপা নেতার পূজা উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
হিন্দু সম্প্রদায়ের বৃহৎ উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে রংপুরে জাতীয় পার্টির (জাপা) ২৮ নং ওয়ার্ড সভাপতি নুর ইসলামের নিজস্ব উদ্যোগে পূজার উপহার বিতরণ করা হয়। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে নগরীর ২৮ নং ওয়ার্ডস্থ সাজাপুর, লালবাগ, দর্শনা, শ্বশ্মান পূজা মণ্ডপে উপস্থিত হয়ে উক্ত পূজা উপহার বিতরণ করা হয়।
এ সময় ২৮ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি নুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ রানা, ভোট সেন্ট্রাল কমিটির সভাপতি আবুল হাশেম সহ ওয়ার্ড ও ভোট সেন্ট্রাল কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এ সময় নুর ইসলাম বলেন, “ধর্ম যার যার উৎসব সবার” এই প্রবাদকে মনে ধারণ করে আমরা হিন্দু সম্প্রদায়ের এই উৎসবে একাত্বতা ঘোষনা করেছি। আমার সাধ্য অনুযায়ী তাদের পাশে দারিয়েছি। সামনেও তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।