১৬ আশ্বিন, ১৪৩২ - ০১ অক্টোবর, ২০২৫ - 01 October, 2025

উলিপুরে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু

3 hours ago
32


উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে বজ্রপাতে স্বামী-স্ত্রীর  মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার ব্রহ্মপুত্র নদ বেষ্টিত দুর্গম চরাঞ্চল  সাহেবের আলগা ইউনিয়নের সাহেবের আলগা গ্রামে এই ঘটনাটি ঘটে। সাহেবের আলগা ইউপি চেয়ারম্যান মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, জাহাঙ্গীর হোসেন (৪২) ও তার স্ত্রী রুবি বেগম (৩৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায়  হঠাৎ ঝড়ো হাওয়াসহ বজ্রপাত শুরু হয়। সে সময় ওই কৃষক দম্পতি একই ঘরে অবস্থান করছিলেন। পাশের ঘরে ছিলো তাদের তিন সন্তান। সেই মূহুর্তে ঘরে টিনের চালের উপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই প্রাণ হারান জাহাঙ্গীর হোসেন  ও তার স্ত্রী রুবি বেগম। তবে পাশের ঘরে থাকা তাদের তিন সন্তান অক্ষত রয়েছে। এই ঘটনায় এলাকা জুড়ে শোকের মাতম চলছে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন, এই ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করে স্বজনদের নিকট মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth