২৮ কার্তিক, ১৪৩২ - ১২ নভেম্বর, ২০২৫ - 12 November, 2025

ফুলছড়িতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা

1 month ago
144


ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার ফুলছড়িতে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডল। বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস. এম. তানভীর হোসাইন, বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপক মজিবুল হক, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুমুল হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, বুড়াইল মডেল স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক জাহিদুল হক সরকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষক সমাজই জাতির বিবেক। তাঁদের হাত ধরে গড়ে ওঠে সুশিক্ষিত, সচেতন ও দায়িত্বশীল নাগরিক। শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা অনন্য ও অবিস্মরণীয়। তারা বলেন, শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি এক মহান দায়িত্ব ও আত্মত্যাগের প্রতীক। শিক্ষকের প্রতি শ্রদ্ধা ও মর্যাদা প্রদর্শনই একটি শিক্ষিত সমাজ গঠনের মূলভিত্তি।

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth