তারাগঞ্জে ৫ মাস পেরিয়ে গেলেও ভিডাব্লিউবি কার্ডধারীরা চাল পাননি

হতদরিদ্র নারীরা ভোগান্তিতে
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ উপজেলায় ভিডাব্লিুউবি/ভিজিডি কার্ডধারী সুবিধাভোগীদের এখনো চাল বিতরণ শুরু হয়নি। অনলাইনে আবেদন ও উন্মুক্ত লটারি মাধ্যমে সুবিধাভোগী নির্বাচন সম্পন্ন হওয়ার পাঁচ মাস অতিক্রম করলেও হতদরিদ্র নারীরা সরকারি সহায়তার চালের মুখ দেখেননি। এতে করে হতদরিদ্র পরিবারগুলো চরম দুঃখ-কষ্টের মধ্যে দিয়ে দিন পার করছেন। চলতি বছরের ১৫-৩০ জুন উপজেলার পাঁচটি ইউনিয়নে উন্মুক্ত লটারির মাধ্যমে নতুন করে ভিডাব্লিউরি কার্ডধারী নির্বাচন করা হয়। নিয়ম অনুযায়ী নির্বাচিতদের জুলঅই মাস থেকেই চাল বিতরণ শুরু হওয়ার কথা থাকলেও সেপ্টেম্বর শেষ হয়ে অক্টোবরেও চাল বিতরণ শুরু হয়নি। ফলে প্রতিদিনই অসংখ্য নারী ইউনিয়ন পরিষদ গুলোতে গিয়ে খালি হাতে ফিরে আসছেন। সরকারের এই কর্মসূচীর আওতায় দুই বছর ধরে নির্ধারিত সংখ্যাক নারী প্রতিমাসে ৩০ কেজি করে চাল পাওয়ার কথা। কুর্শা ইউনিয়নের সুবিধাভোগী নজি বেগম বলেন, লটারিত মোর নাম উঠছে চাউল পাইম মুই। অভাবের কারণে সংসার চালানো কঠিন হয়য়া গেইছে। চাউল পাইলে আর কোন চিন্তা থাকিল না হায়। আলমপুর ইউনিয়নের দরগাপাড়া গ্রামের ময়না বেগম বলেন, সরকারি চাউলের ক্যানে বা খোঁজ খবর টবর নাই। কদ্দিন ফির চাউল পামো। কাঞ্চল (ইউনিয়ন পরিষদ) আসি আর ঘুরি যাইছোল। উপজেলা (ভারপ্রাপ্ত) মহিলা বিষয়ক কর্মকর্তা মল্লিকা বেগম বলেন, উপজেলার ৫টি ইউনিয়নের ৩০৮৩ জন হতদরিদ্র নারী ভিডাব্লিুউবির তালিকা ভুক্ত করা হয়েছে। কয়েকদিনের মধ্যে চাল বিতরণ শুরু হবে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল রানা জানান, চাল বিতরণে কিছু জটিলতার কারনে চাল বিতরণ বিলম্ব হয়েছে। এরই মধ্যে চাল বিতরণ শুরু হবে।