২৪ আশ্বিন, ১৪৩২ - ০৯ অক্টোবর, ২০২৫ - 09 October, 2025

বিরলের পলাশবাড়ীতে মিথ্যা মামলা ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

5 hours ago
26


আতিউর রহমান, বিরর (দিনাজপুর):

বিরল উপজেলার ১১ নং পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান মোঃ জালাল উদ্দীন এর পক্ষে উচ্চ আদালতের রায়কে অবমাননা করায় গণ অধিকার পরিষদের নেতা মোঃ আরশাদসহ কতিপয় পতিত হাসিনা সরকারের নিষিদ্ধ ছাত্রলীগ একত্রিত হয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানিমূলক কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ১১ নং পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ এর সম্মূখ সড়কে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক সেনা সদস্য মুসাদ্দেক আলী, ৬ নং ওয়ার্ড সদস্য আইনুল হক, সাজু ইসলাম, মোখলেছার রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সমাবেশে বক্তারা বলেন, প্যানেল চেয়ারম্যান মোঃ জালাল উদ্দীন এর বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ইউনিয়নবাসী প্রতিবাদ সমাবেশ করতেছি। গণ অধিকার পরিষদের নেতা এবং নিষিদ্ধ ছাত্রলীগ একত্রিত হয়ে প্যানেল চেয়ারম্যান মোঃ জালাল উদ্দীন এর বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ উত্থাপন করে আমরা সেসকল ষড়যন্ত্রের প্রতিবাদ জানাচ্ছি। আমরা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ইউনিয়নবাসী এক হয়ে আজকের এই প্রতিবাদ সমাবেশ করতেছি। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা যায়, কিন্তু থামায় রাখা যায় না।

প্যানেল চেয়ারম্যান মোঃ জালাল উদ্দীন জানান, আমাকে আমার এলাকাবাসী বিপুল ভোটে নির্বাচিত করে ইউপি সদস্য নির্বাচিত করেছিল। আমি আমার পরিষদের সকল সদস্যদের নিয়ে সকলের মতামতের ভিত্তিতে পরিষদের কার্যক্রম পরিচালনা করি। আমার বিরুদ্ধে যে কার্ড প্রদানে অনিয়মের অভিযোগ আনা হয়েছিল সেখানে উপকারভোগী নির্ণয়ে প্রকৃত উপকারভোগী বাছাই করা হয়েছিল বলেই আমার পরিবর্তে প্রশাসকের দায়িত্বে যিনি ছিলেন তিনিও কার্ড প্রদানে কোন অনিয়ম খুঁজে পাননি। এর ফলে প্রকৃত উপকারভোগীবৃন্দ সেবা পেয়েছেন। ইউনিয়নবাসী প্রকৃত ঘটনাদৃষ্টে আজকে যে প্রতিবাদ সমাবেশ করেছেন তাঁর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার দায়িত্ব পালনে ভবিষ্যতেও ইউনিয়নবাসীর অব্যাহত সহযোগিতা কামনা করছি।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth