২৪ আশ্বিন, ১৪৩২ - ০৯ অক্টোবর, ২০২৫ - 09 October, 2025

চিলমারীতে নদী-বন্দরের অরক্ষিত পানির হাউসে" পড়ে শিশু শামীমের মৃত্যু

4 hours ago
22


হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের চিলমারীতে "নদী-বন্দরের অরক্ষিত পানির হাউসে" পড়ে গিয়ে ৩বছরের শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ৮টার দিকে, চিলমারী নদী-বন্দরে এ ঘটনা ঘটেছে। সরেজমিনে জানাযায়, রমনা মডেল ইউনিয়নের, ব্যাপারীপাড়া এলাকার মমিনুল ইসলামের ছেলে "নিহত শামীম মিয়া" বলে জানা যায়। এ বিষয়ে রমনা ইউনিয়ন পরিষদ সদস্য রুকনুজ্জামান স্বপন এ (মৃত্যুর) তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, নির্মাণাধীন বন্দরের একটি অংশে হাউস ছিল, যা ছিল উন্মুক্ত অবস্থায়। এবং ভেতরে পানি জমে ছিল। বৃহস্পতিবার সকালে নিহত শামীম মিয়া ঐ দিকে গেলে সে হঠাৎ করে ঐ অরক্ষিত হাউসে পড়ে যায়। এবং শামীমের মৃত্যু হয়। অভিযোগ উঠেছে, বন্দর কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এর আগেও দুটি শিশু ঐ একই হাউসে পড়ে যায়। তবে তখন তাদের তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। এ নিয়ে ঐ সময়ে সংশ্লিষ্টদের সাথে একাধিকবার হাউস সংরক্ষণের জন্য কথা বললেও তা  এখন অব্যবস্থাপনায় পড়ে আছে। এ বিষয়ে চিলমারী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) ইমতিয়াজ কবির বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। বাদীর অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth