ডোমারে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ
"টাইফয়েড জ্বর রোধে, টিকা নেবো দল বেঁধে' এই স্লোগানকে সামনে রেখে এবং টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষিত রাখতে সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় সারাদেশের ন্যায় নীলফামারীর ডোমার উপজেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ই অক্টোবর) সকাল ১০টায় উপজেলার ৯নং সোনারায় ইউনিয়নের সোনারায় উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন- ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শায়লা সাঈদ তন্বী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারী, সোনারায় উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাফিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সোহান চৌধুরী, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) হাবিবুর রহমান সিদ্দিকী, সোনারায় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী রমনী কান্ত রায় প্রমুখ সহ অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ৯ মাস থেকে শুরু করে ১৫ বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি বা সমমান শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান কর্মসূচি হাতে নিয়েছে সরকার। ক্যাম্পেইনে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে টিকাদান কর্মসূচী পরিচালিত হয়। এবং এই টিকাদান কর্মসূচী আগামী ১৮ই অক্টোবর পর্যন্ত চলবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।