১ অগ্রহায়ণ, ১৪৩২ - ১৫ নভেম্বর, ২০২৫ - 15 November, 2025

শিক্ষকদের কর্মবিরতীর কারনে হিলিতে স্কুলে ক্লাস পরিক্ষা বন্ধ বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা

1 month ago
146


হিলি প্রতিনিধি:

মূলবেতনের ২০ ভাগ বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবীতে ঢাকায় শিক্ষকদের আন্দোলনের উপর হামলার প্রতিবাদে সারাদেশের ন্যায় দিনাজপুরের হিলিতে কর্মবিরতী পালন শুরু করেছেন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

কেন্দ্রীয় কর্মুসচীর অংশ হিসেবে সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজের শিক্ষকরা বিদ্যালয়ে আসলেও তারা তাদের পাঠদান থেকে বিরত রয়েছেন। এর ফলে সকাল থেকে বিদ্যালয়ে ক্লাস ও পরিক্ষা বন্ধ রয়েছে। এতে করে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসলেও তাদের বাড়ি ফিরে যেতে হচ্ছে। ক্লাস না হওয়ায় তাদের পড়ালেখার ক্ষতি হবে দাবী শিক্ষার্থীদের।

বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক হাসিনুর রশীদ বলেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানসহ একইভাবে উপজেলার সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মবিরতী পালন করছেন শিক্ষকরা। দাবী আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন তিনি।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth