২৮ আশ্বিন, ১৪৩২ - ১৩ অক্টোবর, ২০২৫ - 13 October, 2025

জলঢাকায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস পালন

3 hours ago
52


জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ

সমন্বিত উদ্যোগ, ‘প্রতিরোধ করি দুর্যোগ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায়  ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি  র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন। এসময় তিনি  অগ্নিকাণ্ড ও দুর্যোগে প্রতিরোধ এবং উদ্ধার কাজের উপর সচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধির আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নাহিদুজ্জামান, উপজেলা ফায়ার সার্ভিস ডিফেন্সের স্টেশন অফিসার আজিজুর রহমান, উপজেলা জামায়াতের আমির মোখলেছুর রহমান মাস্টার, ইএসডিও এর উপজেলা টেকনিক্যাল কো-অর্ডিনেটর নিশিকান্ত বর্মণ প্রমুখ।

পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের সদস্যরা অগ্নিকাণ্ড ও দুর্যোগে প্রতিরোধ এবং উদ্ধার কাজের উপর সচেতনতামূলক মহড়া দেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মসুচিতে সরকারি কর্মকর্তা, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে প্রতি বছর ১৩ অক্টোবর বিশ্বব্যাপী এ দিবসটি পালিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তুতি জোরদার করাই দিবসটির উদ্দেশ্য। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth