ফুলছড়ি উপজেলা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সভা

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:
ঢাকায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চলমান কর্মসূচিতে অংশগ্রহণ ও পরবর্তী করণীয় নির্ধারণে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষক-কর্মচারীরা অংশগ্রহন করেন। বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের
অধ্যক্ষ আলহাজ্ব ইব্রাহিম আকন্দ সেলিম এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, চন্দিয়া মহিলা কলেজের অধ্যক্ষ মোসাদ্দেকুল হক মামুন, ছালুয়া ফজলে রাব্বী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা শামসুল হক আকন্দ, কঞ্চিপাড়া ডিগ্রী কলেজের প্রভাষক ফেরদৌস হোসেন, আব্দুল নুর, উদাখালী মডেল কলেজের প্রভাষক আনিছুর রহমান, বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের সহযোগী অধ্যাপক মজিবুল হক, প্রভাষক শাজাহান আলী, প্রভাষক আবুল কাশেম, দক্ষিণ বুড়াইল দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা আবুল খায়ের, জমিলা আক্তার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুস সোবহান, নজরুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মনিরুজ্জামান মিয়া, গলাকাটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফুল মাহমুদ, রতনপুর দাখিল মাদরাসার শিক্ষক আমিনুল ইসলাম, চিকিরপটল দাখিল মাদরাসার শিক্ষক রফিকুল ইসলাম, কঞ্চিপাড়া ইউনাইটেড একাডেমির শিক্ষক আনোয়ারুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান। তারা বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য শিক্ষকদের দাবিগুলো অগ্রাধিকারভিত্তিতে পূরণ করা প্রয়োজন।
পরে ফুলছড়ি উপজেলা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী ঐক্যজোট কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত শিক্ষক-কর্মচারীরা এ সিদ্ধান্তকে স্বাগত জানান।