১ কার্তিক, ১৪৩২ - ১৬ অক্টোবর, ২০২৫ - 16 October, 2025

দিনাজপুর বোর্ডের ৬৬৬ টি কলেজের ৪৩ টি কলেজে কেউ পাস করেনি

4 hours ago
24


নিজস্ব প্রতিবেদক:

২০২৫ সালের দিনাজপুর শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফলে বড় ধস হয়েছে। দিনাজপুর বোর্ডে মোট ৬৬৬টি কলেজের মধ্যে ৪৩টি কলেজে একজনও পাস করেনি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উল্লেখ্য-গত বছর শূন্য পাসের কলেজের সংখ্যা ছিল ২০টি। এবার ২০২৫ সালে সেই সংখ্যা বেড়ে ৪৩টি কলেজ হয়েছে অর্থাৎ ২৩ টি কলেজের সংখ্যা বেড়েছে।

জানা গেছে, ৪৩টি কলেজ থেকে ১৮২ জন পরীক্ষার্থী অংশ নিলেও কেউ পাস করেনি। এর মধ্যে নীলফামারী জেলার ১০টি কলেজের ৪০ জন, কুড়িগ্রামের ৯টি কলেজের ৫৪ জন, ঠাকুরগাঁওয়ের ৬টি কলেজের ২৫ জন, লালমনিরহাটের ৫টি কলেজের ১৪ জন, রংপুরের ৪টি কলেজের ১৫ জন, দিনাজপুরের ৪টি কলেজের ১৭ জন, পঞ্চগড়ের ৩টি কলেজের ১১ জন ও গাইবান্ধা জেলার ২টি কলেজের ৬ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ফেল করেছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth