২৪ অগ্রহায়ণ, ১৪৩২ - ০৮ ডিসেম্বর, ২০২৫ - 08 December, 2025

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এডুকেশন ফাউন্ডেশন রংপুর বিভাগেন নতুন নেতৃত্ব ঘোষণা

1 month ago
100


নিজস্ব প্রতিবেদক:

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এডুকেশন ফাউন্ডেশনের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে মোঃ ইমতিয়াজ আজিজকে প্রেসিডেন্ট এবং মোহাম্মদ সালিউর রহমানকে সেক্রেটারি হিসেবে নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মানবাধিকার, শিক্ষা ও সমাজসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল ও আন্তর্জাতিক পরিসরে বিস্তৃত করার লক্ষ্য নিয়ে এই নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে।

প্রেসিডেন্ট ইমতিয়াজ আজিজ বলেন, “মানবাধিকার রক্ষা ও মানবিক শিক্ষা প্রসারে কাজ করাই আমাদের মূল অঙ্গীকার। আমরা সমাজে সচেতনতা সৃষ্টি ও ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে অবদান রাখতে চাই।”

সেক্রেটারি মোহাম্মদ সালিউর রহমান জানান, “যুবসমাজকে মানবাধিকার চেতনায় উদ্বুদ্ধ করে শিক্ষা, প্রশিক্ষণ ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে একটি ন্যায়নিষ্ঠ সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এডুকেশন ফাউন্ডেশন বাংলাদেশসহ বিভিন্ন দেশে মানবাধিকার শিক্ষা, আইনি সহায়তা ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth