২ কার্তিক, ১৪৩২ - ১৭ অক্টোবর, ২০২৫ - 17 October, 2025

গঙ্গাচড়ায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি ও মানববন্ধন

15 hours ago
134


নিজস্ব প্রতিবেদক:

মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও উৎসব ভাতার দাবিতে এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে রংপুরের গঙ্গাচড়ায় বেসরকারি এমপিওভুক্ত শিক্ষদের কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় গঙ্গাচড়ার এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা গঙ্গাচড়া বাজার জিরো পয়েন্টে এ  মানববন্ধন করেন। শিক্ষকদের দাবীর সাথে সংহতি প্রকাশ করে মানববন্ধন করেন সাধারন শিক্ষার্থীরা। মানববন্ধনে গঙ্গাচড়া সিনিয়র আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ আব্দুল বাকী লিটন এর সভাপতিত্বে ও সাউদপাড়া ইসলামিয়া বহুমুখী আলিম মাদ্রাসার অধ্যক্ষ রোকনউজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাকুড়ীয়া শরিফ ডিগ্রি কলেজের সিনিয়র প্রভাষক রায়হান সিরাজী। এসময় আরো বক্তব্য রাখেন গঙ্গাচড়া মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, গঙ্গাচড়া বি.এম কলেজের সিনিয়র প্রভাষক শ্যামল চন্দ্র রায়, ধামুর পূর্বপাড়া দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সামছুল আরেফিন মুন, তুলশীর হাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, খলেয়া খাপড়িখাল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তরিকুল ইসলাম প্রমুখ। শিক্ষকদের দাবীর সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির গঙ্গাচড়া উপজেলার প্রধান সমন্বয়কারী রিফাতুজ্জামান।

এসময় বক্তারা বলেন, ২০% বাড়ি ভাড়া ও মেডিকেল ভাতা বৃদ্ধি সহ করাসহ শিক্ষা প্রতিষ্ঠানসমূহ জাতীয়করণের দাবিতে ঢাকায় অবস্থানরত শিক্ষকদের উপর পুলিশের নির্মম হামলার তীব্র প্রতিবাদ জানান। শিক্ষকদের এসব যৌক্তিক দাবি-দাওয়া মেনে নেয়া না হলে আন্দোলন কর্মসূচি ও কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানান বক্তারা। কর্মসূচিতে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- কর্মচারীরা অংশ নেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth