আলমবিদিতর ও নোহালী ইউনিয়নে বীরমুক্তিযোদ্ধাদের আহবায়ক কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক:
রংপুরের গঙ্গাচড়ায় আলমবিদিতর ও নোহালী ইউনিয়নে বীরমুক্তিযোদ্ধাদের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
জানা যায়, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এবং উপজেলা কমান্ডের নির্দেশ মোতাবেক গত ১৫ অক্টোবর উপজেলার বড়াইবাড়ী দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলমবিদিতর ও নোহালী ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধাদের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ। সভায় উপজেলা আহবায়ক কমিটির আহবায়কসহ অন্যান্য সদস্যবৃন্দের উপস্থিতিতে বীরমুক্তিযোদ্ধাদের সর্বসম্মতিক্রমে আলমবিদিতর ও নোহালী ইউনিয়নের ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। আলমবিদিতর ইউনিয়ন আহবায়ক কমিটির সদস্যরা হলেন আহবায়ক বীরমুক্তিযোদ্ধা মাহাতাব চৌধুরী, যুগ্ম আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা সহিদার রহমান, সদস্য বীরমুক্তিযোদ্ধা মাহবুবর রহমান, বীরমুক্তিযোদ্ধা মহব্বত আলী। নোহালী ইউনিয়ন আহবায়ক কমিটির সদস্যরা হলেন আহবায়ক বীরমুক্তিযোদ্ধা বদরুল আলম, যুগ্ম আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাদের বিএসসি, বীরমুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া।