ফলাফল ঘোষণা পর্যন্ত প্রশাসনকে সজাগ থাকার আহ্বান: ছাত্রদলের এজিএস প্রার্থীর

রাবি সংবাদদাতা:
রাকসুতে ছাত্রদল-সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’-এর সহসাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী জাহিন বিশ্বাস এষা বলেছেন, নিরাপত্তাসহ সব বিষয়ে এখন পর্যন্ত প্রশাসনের কার্যক্রম ঠিকঠাক আছে। ভোটের ফলাফল ঘোষণা পর্যন্ত প্রশাসন যাতে এভাবে অনড় ও সজাগ থাকে। যেকোনো অপ্রীতিকর অবস্থা তৈরি হলে প্রশাসন ও শিক্ষার্থীরা মিলে সেটি প্রতিহত করা হবে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনে ভোট দিয়ে জাহিন বিশ্বাস এষা সাংবাদিকদের এসব কথা বলেন। এষা বিশ্ববিদ্যালয়ের রহমতুন্নেসা হলের শিক্ষার্থী।
ভোট দেওয়ার অভিজ্ঞতা জানিয়ে এষা বলেন, ‘জীবনে প্রথম ভোট দিয়েছি আজকে। আমাদের সকলের বলতে গেলে আজকে জীবনের প্রথম ভোট দেওয়া। উৎসবমুখর পরিবেশে ব্যাপারটা এনজয় করেছি। কীভাবে ভোট দিতে হবে সেই নির্দেশনা যদিও আগে পেয়েছি। ভেতরে যারা ছিলেন, আমাদের প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, তাঁরা বিষয়টি বুঝিয়ে দিয়েছেন। আশা রাখছি, এভাবেই সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা বজায় রেখেই আমরা শেষ পর্যন্ত ভোট দিতে পারব।