বিরল উপজেলার শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আতিউর রহমান, বিরল (দিনাজপুর):
দিনাজপুরের বিরল উপজেলার শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বিরল উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দের আয়োজনে বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় হল রুমে শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০১৮ সালের জাতীয়সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপি’র নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগীয় অধ্যাপক ড. মোঃ শোয়াইবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরল উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও বৃহত্তর বিজোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুলতান মাহমুদ।
মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডহাট কলেজের সহকারী অধ্যাপক মোকলেছার রহমান, মাধববাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বাসেত। নলদিঘী মাটিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম এর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজ আল মিনার, বিশ্বনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মতিয়ার রহমান।
অনুষ্ঠানে শিক্ষকরা বলেন, একজন শিক্ষক মোমবাতির মতো, যিনি নিজে পুড়ে গিয়ে অন্যের পথকে আলোকিত করেন। শ্রেণীকক্ষে শিক্ষার মান উন্নয়নে যা যা করার দরকার আমরা তাই করি। আমাদের কোমলমতি শিক্ষার্থীরা যেন কোনভাবেই গুণগত শিক্ষার মান থেকে বঞ্চিত না হয়। আমাদের দাবি নিয়ে রাস্তায় যেন নামতে না হয় সেজন্য আমরা আমাদের দাবি আদায়ের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবো।
শিক্ষকবৃন্দ প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করেন এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যাটাগরিতে নলদিঘী মাটিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম এবং ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজ আল মিনার রংপুর বিভাগের গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় এবং সহকারি শিক্ষক ক্যাটাগরিতে বিশ্বনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মতিয়ার রহমান বিরল উপজেলার গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় প্রধান অতিথি তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।