৪ কার্তিক, ১৪৩২ - ১৯ অক্টোবর, ২০২৫ - 19 October, 2025

গাইবান্ধার সাঘাটায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

23 hours ago
22


গাইবান্ধা প্রতিনিধি :

জেলার সাঘাটায় পুকুরের পানিতে ডুবে মিঠুন চন্দ্র নামের ১৩ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৭ অক্টোবর ) দুপুরে উপজেলার সাঘাটা ইউনিয়ন এর যোগীপাড়া গ্রামের (হরিশ ডাক্তারের বাড়ী) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিঠুন চন্দ্র ঐ এলাকার উজ্জ্বল মিয়ার ছেলে।

জানা গেছে, শুক্রবার  দুপুরে শিশুটির মা সাগরিকা@ঝর্না তাকে বসতবাড়ীতে রাখিয়া পাশের বাড়িতে ডিম কিনতে যায়।

সেখান থেকে ফিরে এসে তার শিশু বাচ্চা মিঠুনকে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খুজতে থাকে। খোজাখুজির এক পর্যায়ে তার বাড়ির পার্শ্বের একটি পুকুরে শিশু মিঠুন চন্দ্রের লাশ ভাসমান অবস্থায় দেখতে পায়।

 পরে মিঠুনকে পুকুর থেকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু  মিঠুন চন্দ্র কে মৃত্যু ঘোষণা করে।

এ ব্যাপারে সাঘাটা থানার (ওসি)  বাদশাহ আলম জানান, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth