৪ কার্তিক, ১৪৩২ - ১৯ অক্টোবর, ২০২৫ - 19 October, 2025

বিগত সরকারের সময় রাতের বেলা মানুষ ঘুমে থাকা অবস্থায় ভোট হয়ে গেছে- ডাঃ জাহিদ হোসেন

23 hours ago
26


হিলি প্রতিনিধি:

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেছেন, গত ২০১৪, ২০১৮  এবং ২০২৪ সালে মানুষ ভোট কেন্দ্রে যাওয়ার আগেই ভোট হয়ে গেছে, রাতের বেলা ঘুমে থাকা অবস্থায় ভোট হয়ে গেছে। কিন্তু এবার মনে হচ্ছে ২০২৬ সালের ফেব্রুয়ারীর নির্বাচন সত্যি সত্যি নির্বাচন হবে। মানুষ যাদেরকে ভাল মনে করবেন, আপনার এলাকার জন্য যে কাজ করবে তাকেই ভোট দিবেন। আপনাদের সবার একটা করে ভোট, আমারও একটা ভোট। কাজে আমাদের অধিকার সবার সমান এবং এই ভোটটার বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে। অনেকেই অনেক কথা বলবে, অনেকেই অনেক লোভ দেখাবে কিন্তু কোন প্রলোভনে দয়া করে আমরা যোগ দিবো না। কাজেই ভোটের দিন ভোট কেন্দ্রে যাবেন, আপনার ভোট আপনি নির্ভয়ে দিবেন।

তিনি আরো বলেন, নিজের আমল নিজে সাথে নিয়ে কবরে যেতে হবে। যার যার হিসাব কিয়ামতের দিন সে সে দিবেন। কিন্তু অনেকেই বলছেন তাদের ভোট দিলে স্বর্গে যাওয়া যাবে। এতে করে মানুষের ঈমান থাকে না। যারা একটি ভোটের জন্য মানুষকে এসমস্থ কথা বলে, বাড়িতে আমাদের মা-বোনদের তালিম দেওয়ার চেষ্টা করে কিন্তু আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ি না। তাই সবাইকে এই সব বিষয় নিয়ে সজাগ থাকতে হবে।

আজ শনিবার (১৮ অক্টোবর) দিনাজপুরের হিলিতে এক পথসভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি উপজেলার বিভিন্ন রোগীদের পরামর্শ দেন।

এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ অনেকেই।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth