৩০ কার্তিক, ১৪৩২ - ১৫ নভেম্বর, ২০২৫ - 15 November, 2025

গাইবান্ধায় টেইলারিং এন্ড ড্রেস মেকিংয়ের ওপর দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ

3 weeks ago
92


অদক্ষ জনসম্পদকে দক্ষ জনসম্পদে পরিণত করার লক্ষ্যে

গাইবান্ধা প্রতিনিধি:

অদক্ষ জনসম্পদকে দক্ষ জনসম্পদে পরিণত করার লক্ষ্যে রোববার প্রশিকা ইনস্টিটিউট অফ স্কীলস্ ফর এমপ্লয়মেন্ট (প্রশি) গাইবান্ধায় পলাশবাড়ীতে তিনমাস মেয়াদী সম্পূর্ণ বিনা খরচে টেইলারিং এন্ড ড্রেস মেকিংয়ের ওপর দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু  হয়েছে। এই প্রশিক্ষণে ২৪ জন প্রশিক্ষানার্থী অংশ গ্রহণ করে। জাতীয় দক্ষতা বিষয়ক উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) কর্তৃক অনুমোদিত, কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন এএসএসইটি-আইএসআইএসসি ইবিটি প্রোগ্রামের দ্বিতীয় ধাপে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি পলাশবাড়ি যুব উন্নয়ন অফিসার মো: আব্দুল ওয়াহাব সরকার।

প্রশিকা ইনস্টিটিউট অফ স্কীলস্ ফর এমপ্লমেন্ট (প্রশি) পলাশবাড়ীর হেড অফ এসটিপি আনন্দ মোহনের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের কেন্দ্রীয় ব্যবস্থাপক মো: হারুন-অর-রশিদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রশিকা পলাশবাড়ী উন্নয়ন এলাকার এলাকা ব্যবস্থাপক মো: সিদ্দিকুল আলম মৃধা। প্রধান অতিথি প্রশিকার এই কর্মসূচির ভূয়সী প্রশংসা করে বিস্তারিত আলোচনা করেন।

উল্লেখ্য, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র ১৯৭৬ সাল থেকে প্রশিক্ষণ, শিক্ষা ও কাজ এই প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে সমগ্র বাংলাদেশে বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি ও দক্ষতা বিষয়ক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। প্রশিকার প্রধান নির্বাহী সিরাজুল ইসলামের পৃষ্টপোষকতায়, উপপ্রধান নির্বাহী মো: কামরুল হাসান কামাল ও মো: আব্দুল হাকিম, পরিচালক রিজুওয়ানুস শামীম রাজীবের নির্দেশনায় এই কর্মসূচি প্রশিকার বিভিন্ন জেলায় বাস্তবায়িত হচ্ছে। 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth