যৌক্তিক দাবি আদায়ে রাজপথে থাকা শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদ মানববন্ধন

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
ঢাকায় জাতীয় প্রেসক্লাব সামনে আন্দোলনে শিক্ষকদের উপরে ন্যাক্কারজনক পুলিশী হামলার প্রতিবাদে রংপুরের বদরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে
উপজেলা বেসরকারি শিক্ষক কর্মচারীগণ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। রবিবার (১৯ অক্টোবর) সকাল ১০ টায় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মূল বেতনের ২০ % বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতা প্রদানের দাবিতে বদরগঞ্জ মডেল হাই উচ্চ বিদ্যালয় থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে ২ ঘন্টাব্যাপী মানববন্ধন শেষ করে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর ঐক্য জাতীয়করণ প্রত্যাশী আহবায়ক বদরগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ বিমলেন্দু সরকার, সদস্য সচিব সালমা সিদ্দিকা, সদস্য মেনাজুল হক, জিয়ারুল হক,আব্দুর রাজ্জাক, মনসুর আলী, ফারুক হোসেন, মোকছেদুর রহমান, আব্দুর রাজ্জাক, ইউনুস আলী, মাসুদ রানা প্রমুখ।
এ সময় মানববন্ধনে উপস্থিত শিক্ষকদের সঙ্গে একত্বতা ঘোষণা করেন, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকার,
মানববন্ধনে শিক্ষক নেতারা বলেন, প্রতিনিয়ত নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে আমাদের জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে। কিন্তু সরকার প্রণীত নিয়মিত সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছি। আমাদের ন্যায্য দাবিগুলো দীর্ঘদিন ধরে উপেক্ষিত হয়ে আসছে। যৌক্তিক দাবি আদায়ের রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন, সেই সাথে শিক্ষকদের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। শিক্ষক কর্মচারীর প্রাণের দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা করেন।
মানববন্ধনে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকার বলেন, শিক্ষক সমাজ কোনো ভিক্ষা নয় বরং ন্যায্য অধিকার চায়। দেশ নায়ক তারেক জিয়া শিক্ষকদের সঙ্গে একমত।শিক্ষা খাতে উন্নয়নের জন্য শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। সরকারি শিক্ষক-কর্মচারীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন তিনি।