৪ কার্তিক, ১৪৩২ - ২০ অক্টোবর, ২০২৫ - 20 October, 2025

ঘোড়াঘাটে নবগঠিত শ্রমিক দলের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

4 hours ago
19


ঘোড়াঘাট, প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঘোড়াঘাট উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কলাবাড়ি দাখিল মাদ্রাসার সেমিনার কক্ষে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয়তাবাদী শ্রমিক দল ঘোড়াঘাট উপজেলা শাখার আহ্বায়ক মো.জালাল উদ্দিন সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. মনিরুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মো.শামীম হোসেন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মাহাবুবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজার রহমান লাভলু। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। অনুষ্ঠানে জাতীয়তাবাদী শ্রমিক দলের ঘোড়াঘাট উপজেলা শাখার সাবেক সভাপতি মো.রুহুল আমিন খন্দকার মিঠু নবগঠিত কমিটির আহবায়ক, সদস্য সচিব ও যুগ্ম আহবায়কসহ সদস্যদের হাতে রজনীগন্ধার স্টিক তুলে দিয়ে বরণ করে নেয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth