৪ কার্তিক, ১৪৩২ - ২০ অক্টোবর, ২০২৫ - 20 October, 2025

জুলাই গণঅভ্যুথান শুধু নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদলের জন্য হয়নি........এটিএম আজহারুল ইসলাম

3 hours ago
34


তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে দলীয় মনোনীত এমপি প্রার্থী জননেতা এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে,আগামী জাতীয় নির্বাচনের আগে একটি গণ ভোটের ব্যবস্থা করতে হবে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যার সাড়ে সাতটায় তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়ন জামায়াত শাখা আয়োজিত স্থানীয় ঘনিরামপুর বেলতলি বাজার এলাকায় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এক নির্বাচনী পদসভায় তিনি এ কথা বলেন। এটিএম আজাহারুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুথান শুধু নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদলের জন্য হয়নি। অতীতের শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্যই আবু সাইদ, মুগ্ধরা জীবন দিয়েছে। আগামী নির্বাচনের মাধ্যমে তাদের সেই আকাঙ্খাকে বাস্তবায়ন করতে হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আপনাদের ভোটে সরকার গঠন করতে পারে তাহলে দেশে আইনের শাসন, ন্যায়বিচার ও গণতন্ত্র ফিরিয়ে আসবে। এজন্য দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে হবে। আমাকে একবার নির্বাচিত করে দেখুন, আপনাদের আমানতের খেয়ানত করবো না। তিনি নিজেকে নিজেকে এতিম, বৃদ্ধ উল্লেখ করে বলেন, আপনারা যদি পাশে থাকেন, তাহলে আমি কখনোই নিজেকে এতিম ভাববো না। পদসভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর এস এম আলমগীর হোসেন। এর আগে তিনি বিকাল ৫ টায় কুর্শা ইউনিয়নের রহিমাপুর জয়বাংলা বাজারের পাশে মহিলা সমাবেশে বক্তব্য রাখেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth