৭ কার্তিক, ১৪৩২ - ২২ অক্টোবর, ২০২৫ - 22 October, 2025

পলাশবাড়ীতে শিক্ষকদের মানববন্ধন ও র‍্যালী

9 hours ago
29


বায়েজিদ, (পলাশবাড়ি) গাইবান্ধা:

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ২০%, চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা ৭৫% প্রদানের দাবিতে গাইবান্ধার  পলাশবাড়ীতে মানববন্ধন শেষে র‍্যালী অনুষ্ঠিত  হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১টায় পলাশবাড়ী পৌর শহরের প্রাণকেন্দ্র চার মাথা মোড়ে ঢাকার রংপুর মহাসড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা শাখা। এতে পলাশবাড়ী  উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক শতাধিক শিক্ষক ও কর্মচারী অংশ নেন। শিক্ষকদের সাথে একত্বতা ঘোষণা করে অংশগ্রহণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গাইবান্ধা জেলা সভাপতি ৩১ গাইবান্ধা ৩ আসনের ধানের শীষের কাণ্ডারি এমপি প্রার্থী অধ্যাপক ডাঃ ময়নুল হাসান সাদিক এবং একই আসনের বাংলাদেশ জামাতে ইসলামের গাইবান্ধা জেলার রাজনৈতিক সেক্রেটারি ও জাতীয় সংসদ নির্বাচনের একমাত্র মনোনীত প্রার্থী সাবেক অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘প্রতিনিয়ত নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে আমাদের জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে। কিন্তু সরকারপ্রণীত নিয়মিত সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছি। আমাদের ন্যায্য দাবিগুলো দীর্ঘদিন ধরে উপেক্ষিত হয়ে আসছে।’

তারা আরও বলেন, শিক্ষক সমাজ কোনো ভিক্ষা নয় বরং ন্যায্য অধিকার চায়। শিক্ষা খাতে উন্নয়নের জন্য শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। সরকারি শিক্ষক-কর্মচারীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করণ এবং উল্লেখিত দাবি না মানা হলে ভবিষ্যতে কঠোর থেকে কঠোর হুঁশিয়ারির আহ্বান জানান বক্তারা।

শেষে সকল শিক্ষকবৃন্দের অংশগ্রহণে একটি বিশাল র‍্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমাপ্তি ঘটায়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth