আগাম আলু চাষে ব্যস্ত হিলির কৃষকরা

হিলি প্রতিবেদক:
দিনাজপুরের হিলিতে শুরু হয়েছে আগাম আলু চাষ। গত বছরে আলুর দাম ভাল পাওয়াই কৃষকরা আগাম আলু চাষে ঝুঁকছেন। কয়েক দিনের ভারি বৃষ্টিপাত শেষে আগাম আলু রোপনের ধুম পরেছে। তবে সার, বীজ এবং কীটনাশকের দাম বেশি হওয়াতে কিছুটা বেগ পেতে হচ্ছে কৃষকদের। এদিকে কৃষকদের সব ধরনের পরামর্শ দিয়ে সহযোগীতা করছে উপজেলা কৃষি বিভাগ।
উত্তরের জনপদ দিনাজপুর। ধান চাষের জন্য বিখ্যাত এই জেলা, তবে এই জেলাতে দিন দিন বৃদ্ধি পাচ্ছে আগাম জাতের আলু চাষ। চড়া দামের আশায় আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নে উঁচু সমতলভূমির বেলে দোআঁশ মাটিতে স্বল্পমেয়াদি ৫৫ থেকে ৬০ দিনে উত্তোলন যোগ্য শাটাল জাতের আগাম আলুর বীজ রোপণ করছেন কৃষক। কিষাণ কিষাণীরা মাঠ জুরে কাজ করছে। আগাম আমন ধান ঘরে তুলে একই জমিতে আগাম আলুর বীজ রোপনের জন্য হালচাষ,সার প্রয়োগ, হিমাগার থেকে নিজের সংরক্ষিত বীজ আলু সংগ্রহ, জমি প্রস্তুত ও রোপনের আমেজ দেখা যায় মাঠজুড়ে।
উপজেলার কয়েখজন কৃষক বলেন, এ উপজেলায় নতুন আলু উৎপাদনে নিজ জেলার চাহিদা মিটিয়ে ঢাকা সহ দেশের অন্যান্য জেলায় রপ্তানি হয়ে থাকে। মৌসুমের শুরুতেই নতুন আলুর দাম সাধারণত প্রতি কেজি ১০০ টাকার উপড়ে থাকে। তাই বেশী লাভের আশায় ঝুঁকি নিয়ে কৃষকেরা আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। তবে সার, বীজ এবং কীটনাশকের দাম বেশি হওয়াতে কিছুটা বেগ পেতে হচ্ছে কৃষকদের।
এদিকে হাকিমপুর উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম বলেন, হাকিমপুর উপজেলাতে প্রতিবছর আগাম আলু চাষ হয়। আগাম জাতের আলু চাষে অনেক লাভবান হয় চাষিদের। আলুর রোগবালাই দমন সহ বিভিন্ন পরামর্শ দেওয়ার জন্য কৃষকদের মাঠে যায় উপসহকারি কৃষি কর্মকর্তারা। চলতি বছর হিলিতে ১ হাজর ৩৭০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত প্রায় ৫০ হেক্টর জমিতে আগাম আলুর রোপন সম্পুর্ণ হয়েছে।