৫ কার্তিক, ১৪৩২ - ২০ অক্টোবর, ২০২৫ - 20 October, 2025

বিরলে কৃষি প্রণোদনার সবজি বীজ বিতরণ

4 hours ago
24


আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

২০২৫-২০২৬ অর্থবছরে রবি মৌসুমে সবজি আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সবজি বীজ বিতরণ করা হয়েছে।

বিরলে সোমবার সকালে উপজেলা কৃষি দপ্তরের সম্মুখে বিতরণী কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজীত সাহা।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রুম্মান আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার আফরোজা হক আঁখি, বরকত উল্লাহ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার হোসেন মোহাম্মদ দিনার, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার শাহজাহান আলী, উপ সহকারী কৃষি অফিসার আফজালুর রহমান, চন্দন কুমার অধিকারী  প্রমূখ। উপজেলায় এবার বসতবাড়ীতে সবজি উৎপাদনে ২০০ জন কৃষকের মাঝে ৭ ধরণের সবজি বীজ প্রত্যেক কৃষককে প্রদান  করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজীত সাহা বলেন, বিরল উপজেলার কৃষি সমৃদ্ধির জন্য সকল কৃষককে সাথে নিয়ে আমাদের কৃষি বিভাগ অনব্রত চেষ্টা চালিয়ে আসছে। এ বছরে আলুর ক্ষেত্রে সরবরাহের জন্য পর্যাপ্ত উৎপাদনটা আমাদের ধরে রাখতে হবে। অনেকে দাম দেখে উৎপাদনে অনীহা প্রকাশ করেন। এটা করলে চলবে না। আমাদের উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক রাখতে হবে। এখন ধানের শেষ সময়। আমাদের আবহাওয়ার বিষয়গুলো দেখে আপনারা কৃষি বিভাগের পরামর্শ মোতাবেক সার ও কীটনাশক ব্যবহার করবেন। আর আমাদের সবজি চাষেও আগ্রহী হতে হবে।

উপজেলা কৃষি অফিসার রুম্মান আক্তার বলেন, প্রান্তিক কৃষকদের উৎসাহ প্রদান করার জন্য এই প্রণোদনা। আমাদের উর্বর জমিগুলো ৩ ফসলী থেকে কিভাবে ৪ ফসলী করা যায় আমরা কৃষি বিভাগ সেটা চেষ্টা চালিয়ে আসছি। এছাড়াও সবজি চাষে আমাদের পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ হবে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth