২৯ আশ্বিন, ১৪৩২ - ১৪ অক্টোবর, ২০২৫ - 14 October, 2025

তারাগঞ্জে শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে কর্মবিরতি রেখে বিক্ষোভ ও সমাবেশ

6 hours ago
90


তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

সারাদেশের শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে কর্মবিরতি রেখে রংপুরের তারাগঞ্জে বিক্ষোভ ও সমাবেশ করেছে উপজেলার বিভিন্ন বে সরকারি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। মঙ্গলবার (১৪ অক্টোবর) কর্মবিরতি দিয়ে দুপুর ১১ টার দিকে উপজেলার বেসরকারী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর আয়োজনে বিক্ষোভ ও সমাবেশ করা হয়। বিক্ষোভটি নতুন চৌপথী থেকে শুরু হয়ে উপজেলার জনগুরুপ্তপূর্ণ সড়ক প্রদক্ষিন করে উপজেলা নির্বাহী অফিস চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন তারাগঞ্জ বালিক স্কুল ও কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, তারাগঞ্জ কারিগরি বি এম কলেজর অধ্যক্ষ আব্দুল হামিদ, তারাগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর ছালাম, ইকরচালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ার হোসেন সাবু, ডাঙ্গীহাট স্কুল ও কলেজের প্রভাষক বুলবুল আহাম্মেদ প্রমুখ। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানাকে স্মারকলিপি প্রদান করেন।  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth