২৯ আশ্বিন, ১৪৩২ - ১৪ অক্টোবর, ২০২৫ - 14 October, 2025

খানসামায় শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

4 hours ago
17


খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:

"জাতীয় প্রেসক্লাবের সামনে সহকর্মীদের ওপর পুলিশের লাঠিপেটার প্রতিবাদে দিনাজপুরের খানসামায় শিক্ষক-কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা খানসামা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মিছিল নিয়ে বের হন। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, “ঢাকায় শান্তিপূর্ণ কর্মসূচি পালনকালে পুলিশের লাঠিপেটায় একাধিক শিক্ষক আহত হয়েছেন। এটি ন্যক্কারজনক ও অমানবিক ঘটনা। দেশের ভবিষ্যৎ নির্মাণে নিয়োজিত শিক্ষক সমাজকে দমন করে ন্যায্য দাবি রোধ করা যাবে না।”

বক্তারা আরও বলেন, “শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ২০%, চিকিৎসা ভাতা ১৫০০ টাকা এবং শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন করতে হবে। দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।”

তারা ঢাকায় সংঘটিত হামলার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি দাবি করেন।

সমাবেশে বক্তব্য রাখেন — খানসামা উপজেলা শিক্ষক আন্দোলন সমন্বয়ক কমিটির আহ্বায়ক শাহারিয়া জামান শাহ নিপুন, যুগ্ম আহ্বায়ক আ. স. ম. গোলাম কিবরিয়া ও মো. মন্টু ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী জিন্না, আঃ বারী, আবু হায়াত মো. নূর, আবু রায়হান, আমিনুল ইসলাম, মৃতুঞ্জয় রায়, শাহ মো. ময়নুল (মানু), সাজ্জাদ হোসেন, জুয়েল রানা, গোলাম রাশেদ চৌধুরী, ওসমান গণি ও আঃ হাইসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারী নেতৃবৃন্দ।

বক্তারা জানান, শিক্ষকদের ন্যায্য অধিকার ও সুবিধা নিশ্চিত করা দেশের শিক্ষার মান উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্ম গঠনের জন্য অপরিহার্য। তাই তারা প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন বলে ঘোষণা দেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth