২৯ আশ্বিন, ১৪৩২ - ১৪ অক্টোবর, ২০২৫ - 14 October, 2025

জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে রংপুরে খেলাফত মজলিসের মানববন্ধন

3 hours ago
35


নিজস্ব প্রতিবেদক:

জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে রংপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস, রংপুর মহানগর শাখা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৩টায় আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন মহানগর শাখার সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল। এতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুফতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মুফতি নিয়ামতুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবু হুরায়রা সরকার, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা জিয়াউর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, জুলাই সনদ জাতির মুক্তি ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার দিকনির্দেশনা দিয়েছে। দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও গণতান্ত্রিক শূন্যতা দূর করতে এই সনদের বাস্তবায়ন এখন সময়ের দাবি।

তারা আরও বলেন, জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ, আগামী নির্বাচনে প্রকৃত লেভেল-প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা এবং জাতীয় সংসদের উচ্চ কক্ষে পিআর (Proportional Representation) পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে জনগণের ভোটের মূল্য ও ন্যায়ভিত্তিক শাসন নিশ্চিত করতে হবে।

সভাপতির বক্তব্যে মাওলানা ইব্রাহিম খলিল বলেন, দেশে ন্যায়, স্বচ্ছতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের বিকল্প নেই। খেলাফত মজলিস শান্তিপূর্ণ উপায়ে জনগণের ন্যায্য দাবিগুলো তুলে ধরছে। সরকারের উচিত জনগণের এই প্রত্যাশাকে সম্মান জানানো।

মানববন্ধনে বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, জনগণের দাবি উপেক্ষা না করে দ্রুত পদক্ষেপ নিতে, অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে সতর্ক করেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth