২৯ আশ্বিন, ১৪৩২ - ১৪ অক্টোবর, ২০২৫ - 14 October, 2025

ফুলছড়ির থানাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা প্রদান

6 hours ago
20


ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার থানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপ্না বেগমের অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে থানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষা কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সুধীজনরা অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ।

সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুমুল হকের সভাপতিত্বে সহকারী শিক্ষক রোস্তম আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মিজানুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহানাজ বেগম, সাজ্জাদুর রহমান ও জাহাঙ্গীর আলম, বিদায়ী প্রধান শিক্ষক স্বপ্না বেগম, প্রধান শিক্ষক সাইফুর রহমান মিলন, প্রধান শিক্ষক আবুল হোসেন সরকার, বিদ্যালয়ের সাবেক সভাপতি আলমগীর মিয়া, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, শিক্ষক রজত কুমার ভট্টাচার্য প্রমুখ।

বক্তারা স্বপ্না বেগমের দীর্ঘ শিক্ষাজীবনের নিষ্ঠা, আন্তরিকতা ও মানবিকতার প্রশংসা করেন। তারা বলেন, স্বপ্না বেগম শিক্ষাক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত রেখে যাচ্ছেন। তার নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

অনুষ্ঠান শেষে সহকর্মী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে তাকে স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth