উলিপুরে বে-সরকারি শিক্ষকদের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে বে-সরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও শতভাগ উৎসব ভাতা আদায়ের
লক্ষ্যে এবং শিক্ষকদের উপর বর্বরোচিত পুলিশি হামলা ও গ্রেফতারের প্রতিবাদে
কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলা সম্মেলিত শিক্ষক পরিষদের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলরুমে সকল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা একত্রিত হয়ে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ মিনারে এসে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার প্রায় ১৪৫টি স্কুল, কলেজ ও মাদ্রাসার সহস্রাধিক শিক্ষক-কর্মচারী বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহণ করেন।
এতে সভাপতিত্ব করেন, বজরা এল.কে আমীন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান বুলবুল। পাঁচপীর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শামীম আখতার আমীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উলিপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ দেবব্রত রায়, উলিপুর আলিয়া বহুমুখী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান, বালারচর নাছিরিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মোবাশ্বের রাশেদিন, কৃষ্ণমঙ্গল স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক সোলায়মান আলী সরকার, ধামশ্রেণী ইন্দ্রারপাড় বালিকা দাখিল মাদ্রাসার সুপার আবু সাঈদ, উলিপুর মহিলা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র প্রমুখ।
বক্তরা বলেন, আমাদের দাবী ন্যায্য দাবী। অনতিবিলম্বে এ দাবী মেনে না নিলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এ সময় গত রোববার ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক লাঞ্ছনার তীব্র প্রতিবাদ জানান শিক্ষকরা।