২৯ আশ্বিন, ১৪৩২ - ১৪ অক্টোবর, ২০২৫ - 14 October, 2025

উলিপুরে কিশোরীদের নিয়ে ব্র্যাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত

4 hours ago
23


উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

"পার করেছি আঠোরো, পেরিয়ে যাব পাহাড়ও" এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের উলিপুরে স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১ টায় ব্র্যাক এলাকা অফিসের হলরুমে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন, ব্র্যাকের শাখা ব্যবস্থাপক (দাবি) রুহুল আমীন। সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির অফিসার মাজেদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ হাফিজ মো. রুহুল আমিন, প্রধান শিক্ষক মমিনুল ইসলাম, এসআই বাবুল হোসেন, শিক্ষক ও গণমাধ্যম কর্মী সাজাদুল ইসলাম সাজু প্রমুখ। এই অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করেন, স্বপ্ন সারথি দলের কিশোরী সুরাইয়া আক্তার আনিচা ও রিক্তা রাণী।

উল্লেখ্য, ১০টি স্বপ্নসারথি দলের ২৩ জন কিশোরীকে ১৮ বছর পূর্ণ হওয়ায় ফুলেল শুভেচ্ছা, সনদপত্র, ব্র্যাক মনোগ্রামযুক্ত "পার করেছি আঠোরো, পেরিয়ে যাব পাহাড়ও" শ্লোগান সম্বলিত ১টি করে মগ উপহার দেয়া হয়। শুরুতেই উপস্থিত সকলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth