২৫ কার্তিক, ১৪৩২ - ০৯ নভেম্বর, ২০২৫ - 09 November, 2025

৫ দফা দাবিতে রংপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের মানববন্ধন

3 weeks ago
184


নিজস্ব প্রতিবেদক:

জুলাই সনদের আইনি ভিত্তি, চজ পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগরের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে রংপুর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর সভাপতি মাওলানা আব্দুর রহমান কাসেমীর সভাপতিত্বে বক্তব্য দেন  রংপুর-৩ আসনের এমপি প্রার্থী আমিরুজ্জামান পিয়াল, রংপুর-১ আসনের এমপি প্রার্থী এটিএম গোলাম মোস্তফা বাবু, নগর সহ-সভাপতি মুফতি সালেহ আহমদ মুহিত, জেলা সেক্রেটারী মাহমুদুর রহমান রিপন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নুর মোহাম্মদ জিহাদী, ইসলামী যুব আন্দোলন নগর সাধারণ সম্পাদক মুফতি রবিউল ইসলাম, ছাত্র আন্দোলন নগর সহ-সভাপতি আব্দুল্লাহ শেখ প্রমুখ। এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে জুলাই সনদ বাস্তবায়ন ও চজ পদ্ধতিতে জাতীয় নির্বাচন নিশ্চিত করা এখন সময়ের দাবি। গণহত্যার বিচার, প্রয়োজনে রাষ্ট্রীয় সংস্কার এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।

মানববন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা দাবি জানান, আসন্ন জাতীয় নির্বাচনের আগে ৫ দফা দাবি বাস্তবায়ন করে দেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth