২৯ আশ্বিন, ১৪৩২ - ১৪ অক্টোবর, ২০২৫ - 14 October, 2025

কুড়িগ্রামে এতিম শিশু,গরীব, অসহায় দুস্থদের মাঝে বিনামুল্যে রান্না করা পুষ্টি মানের খাবার বিতরণ

3 hours ago
19


কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে এতিম, গরীব, অসহায় দুস্থদের মাঝে বিনামুল্যে খাবার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ১৪ অক্টোবর দুপুরে ইকো ইউএসএ'র সহযোগিতায় ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ সাহায্য সংস্থার ব্যবস্থাপনায় কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের বিভিন্ন স্থানের এতিম শিশু, গরীব, অসহায় ও দুস্থ,৩২০ জনের মাঝে বিনামুল্যে রান্না করা পুষ্টি মানের খাবার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,হলোখানা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রেজা, এনজিএটির রংপুর বিভাগীয় সমন্বয়কারী মোঃ শামীম রায়হান, কুড়িগ্রাম উপজেলা প্রতিনিধি কবিরুল ইসলাম, আনোয়ার হোসেন,সাইদুল ইসলাম আকাশ, নিজামুদ্দিন আউলিয়া প্রমুখ।

ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের প্রোগ্রামের রংপুর বিভাগীয় সমন্বয়কারী মোঃ শামীম রায়হান জানান, এতিম, গরীব, অসহায় দুস্থরা ঠিক মতো ভালো ও পুষ্টি মানের খাবার খেতে পারে না তাই পোলাউ চাউল দিয়ে মাংস, ডিম,মিস্টি এবং ১টি পানির বোতল বিতরন করা হয়েছে।  শীগ্রই উপজেলায় ইকো ইউএসএ'র সহযোগিতায় আরো ২টি ফিড দ্যা হাংরী প্রোগ্রাম অনুষ্ঠান করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth