উলিপুরে জলবায়ু পরিষদের এডভোকেসী সভা অনুষ্ঠিত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে উপজেলা জলবায়ু পরিষদের এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে, ইএসডিও এর বাস্তবায়নে, হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশনের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জলবায়ু পরিষদের সভাপতি ফিরোজ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সহকারী প্রকৌশলী আরিফুর রহমান, উপজেলা জলবায়ু পরিষদের উপদেষ্টা উম্মে হাবিবা পলি, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন, সদস্য খালেক পারভেজ লালু, সাংবাদিক মোন্নাফ আলী, মাহমুদুল হাসান শাহিন, উপজেলা কো-অর্ডিনেটর, অ্যাডভোকেসি, নেটওয়ার্কিং ও মাইগ্রেশন ইএসডিও মৃত্যুঞ্জয় রায়, বুড়াবুড়ি ইউপি সদস্য আব্বাস আলী প্রমুখ।