পীরগাছায় বিশ্ব হাত ধোয়া দিবসে বর্ণাঢ্য র্যালী ও হাত ধোয়ার কৌশল প্রদর্শনী

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০২৫ ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও হাত ধোয়ার কৌশল প্রদর্শনী অনুষ্ঠান করেছে পীরগাছা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
আজ (২০ অক্টোবর) সোমবার সকালে পীরগাছা উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালীটি বের করা হয়।
বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলা পরিষদ কোয়ালিটি স্কুলের শিক্ষার্থীরা বর্ণাঢ্য র্যালী ও হাত
ধোয়া প্রদর্শনীতে অংশ নেন। উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের
আয়োজনে র্যালী শেষে উপজেলা পরিষদ কোয়ালিটি স্কুলে হাত ধোয়া প্রদর্শনীতে সংক্ষপ্তি ভাবে
বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল। এসময় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল
অধিদপ্তরের প্রকৌশলী মো: সানোয়ার মোর্শেদ, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমী,
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাব হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল
ইসলাম,উপজেলা একাডেমিক সুপারভাইজার ফারুকুজ্জামান ডাকুয়া, উপজেলা শিক্ষা
কর্মকর্তা আবুল হোসেন, সমাজসেবা কর্মকর্তা এনামুল হক, উপজেলা সহকারি
প্রগ্রামার আফছানা রহমান, কোয়ালিটি স্কুলের অধ্যক্ষ পারভীন আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে শিক্ষক-শিক্ষার্থী ও প্রশাসনের কর্মকর্তারা হাত ধোয়ার কৌশল প্রদর্শন করেন।