৫ কার্তিক, ১৪৩২ - ২০ অক্টোবর, ২০২৫ - 20 October, 2025

সীমান্তে অনুপ্রবেশের সময় বিজিবির হাতে দুই বাংলাদেশী যুবক আটক

4 hours ago
24


মোঃ হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী):

নীলফামারীর ডিমলায় পশ্চিম ছাতনাই ইউনিয়নের সীমান্ত দিয়ে অবৈধপথে উত্তরের সীমান্তবর্তী দেশ ভারতে অনুপ্রবেশের সময় সনাতন ধর্মাবলম্বী দুই বাংলাদেশী যুবককে আটক হয়েছে সীমান্তরক্ষী বিজিবি সদস্যরা। জানা যায়, উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা ঠাকুরগঞ্জ নামক স্থান দিয়ে ঐ দুই যুবক সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশের সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা বিজিবি সদস্যকে জানায়। খবর পেয়ে ঠাকুরগঞ্জ সীমান্ত ফাঁড়ির (বিওপি) বিজিবি সদস্যরা গত রাতে দুই জন সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশী যুবককে আটক করেছেন। আটককৃত হলেন, নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কালীগঞ্জ গ্রামের মিনাল রায় (৩৫), ডোমার উপজেলার কাছারী পাড়া গ্রামের বিপুল রায় (২৮)।  আটককৃত যুবকরা অবৈধ পথে দালালদের মাধ্যমে বিশ হাজার টাকার বিনিময়ে সীমান্তে পার হওয়ার কথা স্বীকার করে। বিজিবি সদস্যরা আটকৃত যুবকদের জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ডিমলা থানায় সোর্পদ করে।  ডিমলা থানার অফিসার ইনচার্জ ফজলে এলাহি (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তবর্তী দেশ ভারতে অবৈধ ভাবে অনুপ্রবেশের সময় বিজিবি সদস্যের একটি টহল দল দুই জন সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশী যুবককে আটক করেছেন। আটককৃত বাংলাদেশী যুবকদের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করেছেন। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়া চলমান।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth