বিরলের ধামইর ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাপ খেলা ও পাতা খেলা অনুষ্ঠিত

আতিউর রহমান, বিরল (দিনাজপুর):
বিরলের ধামইর ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাপ খেলা ও পাতা খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে ধুকুরঝাড়ী উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে খেলার শুভ উদ্বোধন করেন দিনাজপুর-২ (বিরল- বোচাগঞ্জ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও বিরল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ ন ম বজলুর রশীদ কালু।
এ সময় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা, স্বেচ্ছা সেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম, ৯ নং মঙ্গলপুর ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মাদুল, ৩ নং ধামইর ইউনিয়ন বিএনপি’র সহসভাপতি বাবুল হোসেন, হেলাল উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক নুর ইসলাম, দপ্তর সম্পাদক আজগার আলী, আজিমপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য নিজামুল হক, ধুকুরঝাড়ীর কালেকশন ইলেক্ট্রনিক্স ওয়ালটন শোরুম এর স্বত্ত্বাধিকারী বেলাল হোসেন, ৭ নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম বক্তার, ২ নং ওয়ার্ড বিএনপি’র সাধারন সম্পাদক আজিম উদ্দিন শুকু, ইউনিয়ন ছাত্রদল সভাপতি আরাফাত হোসেন, সাকসেস কোচিং সেন্টারের পরিচালক মোঃ জাহিদ হাসান প্রমূখ উপস্থিত ছিলেন।