সুন্দরগঞ্জের চুড়ান্তভাবে বরখাস্ত হলেন ধর্মপুর কলেজের অধ্যক্ষ

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা):
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আব্দুল জব্বার ডিগ্রী কলেজের সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ মো. ছামিউল ইসলামকে চুড়ান্তভাবে বরখাস্ত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়। গত ৯ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর মহোদয়ের অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত এক চিঠিতে অধ্যক্ষের চুড়ান্ত বরখাস্ত অনুমোদন করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে কলেজের গভানিং বডির সুপারিশ ও বিশ্ববিদ্যালয়ের আইন শাখার মতামতের ভিত্তিত্বে তাঁকে চুড়ান্ত বরখাস্ত করা হয়।
জানা গেছে, অর্থ আত্বসাৎসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ২০২৩ সালের ১ এপ্রিল কলেজের এডহক কমিটির সিদ্ধান্ত মোতাবেক ২ এপ্রিল কলেজের সভাপতি ও তৎকালিন উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল-মারুফ স্বাক্ষরিত চিঠিতে অধ্যক্ষ মো. ছামিউল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়। পরবর্তীতে অভিযোগ সমুহ সুষ্ঠুভাবে তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদন ও সুপারিশের আলোকে ২০২৫ সালের ১৯ আগষ্ট গভানিং বডির সিদ্ধান্ত মোতাবেক তাঁকে চুড়ান্তভাবে বরখান্তের বিষয়টি গৃহিত হয়।কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরদার মিজানুর রহমান গভানিং বডির চুড়ান্ত বরখাস্তের বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুমোদনের জন্য পাঠিয়ে দেন। এর পরিপ্রেক্ষিতে অধ্যক্ষ মো. ছামিউল ইসলামের চুড়ান্ত বরখাস্ত অনুমোদন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়।কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, চুড়ান্ত বরখাস্ত অনুমোদনের চিঠি পাওয়ার পর গত ১২ অক্টোবর গভানিং বডির সিদ্ধান্ত মোতাবেক অধ্যক্ষের পদটি শুন্য ঘোষণা করা হয়েছে। এ সংক্রান্ত চিঠি বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। চুড়ান্ত রখাস্তকৃত অদ্যক্ষ মো. ছামিউল ইসলাম বলেন, তাঁকে অন্যায় ভাবে চুড়ান্তভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি এ নিয়ে হাইকোটে রিট করবেন।