২৩ কার্তিক, ১৪৩২ - ০৭ নভেম্বর, ২০২৫ - 07 November, 2025

কুড়িগ্রামে ট্রাক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

2 weeks ago
60


কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী- সোনাহাট স্থল বন্দর সড়কে ড্রাম ট্রাকের চাপায় এক বাই সাইকেল আরোহী স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ফুটানি বাজারের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রের নাম আশিক (১৫)। সে স্থানীয় স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ও পাইকের ছড়া ইউনিয়নের গছিডাঙ গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, নিহত স্কুল ছাত্র আশিক বিকেলে বাইসাইকেল যোগে বাজার করতে আসেন। এসময় ভুরুঙ্গামারী গামী দ্রুতগতির একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত স্কুল ছাত্রের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth