১ অগ্রহায়ণ, ১৪৩২ - ১৫ নভেম্বর, ২০২৫ - 15 November, 2025

হিলি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় একজনকে আটক করেছে বিজিবি

3 weeks ago
93


হিলি প্রতিনিধি:

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালে সোহানা নামের তৃতীয় লিঙ্গের এক বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় হিলি সীমান্তের রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করে জয়পুরহাট ২০ বিজিবির আওতাধীন সিপি ক্যাম্পের সদস্যরা। আটক সোহানা ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার চরআলগী গ্রামের মিজানুর রহমানে সন্তান।

বিজিবি ও পুলিশ সুত্রে জানা গেছে, সোহানা নামের তৃতীয় লিঙ্গের ওই ব্যাক্তি হিলি সীমান্ত সংলগ্ন রেলস্টেশন এলাকা দিয়ে বিজিবির চোখ ফাঁকি দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। এসময় কর্তব্যরত বিজিবি সদস্য দেখে ফেললে তাকে ধাওয়া দিয়ে আটক করে। পরে তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের পুর্বক থানায় সোপর্দ করে বিজিবি। বৃহস্পতিবার দুপুরে তাকে দিনাজপুর আদালতে পাঠিয়েছে থানা পুলিশ।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth