১৬ কার্তিক, ১৪৩২ - ৩১ অক্টোবর, ২০২৫ - 31 October, 2025

উলিপুরে ইসলামে জ্ঞান চর্চার গুরুত্ব শীর্ষক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

1 week ago
48


উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে 'ইসলামে জ্ঞান চর্চার গুরুত্ব' শীর্ষক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার পৌরসভা পূর্ব শিববাড়ী গ্রামের ঈদগাহ মাঠে, আশার স্তম্ভের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সেমিনারের বিশেষ আকর্ষণ ছিল কুইজ প্রতিযোগিতা ও পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। উপজেলার বিভিন্ন মাদরাসা, স্কুল ও কলেজের শিক্ষার্থীরা কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উলিপুর মসজিদুল হুদার খতিব মাও. মো. আনসার আলী ও মালতীবাড়ী দিগড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহিদুল ইসলাম।

এ ছাড়াও উলিপুর মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আবুল হোসেন, কামাল খামার ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ, কৃষ্ণমঙ্গল স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক মাওলানা শাহিদুল ইসলাম, নাজিরেরটারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম সবুজ, জনাব জোনায়েদ কামাল, আশরাফুল আলম, আব্দুল মোত্তালিবসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ইসলামে জ্ঞান চর্চার গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, 'ইসলামে জ্ঞান অর্জনের গুরুত্ব অপরিসীম। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের প্রথম যে আয়াত মানবজাতির কল্যাণের জন্য অবতীর্ণ করেছেন, তা ছিল শিক্ষা অর্জনের নির্দেশ স্বরুপ। আর অবতীর্ণকৃত প্রথম শব্দ ছিল 'ইকরা' যার অর্থ পড়।'

 

অনুষ্ঠান শেষে সারা মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করা হয়।

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth