১১ কার্তিক, ১৪৩২ - ২৭ অক্টোবর, ২০২৫ - 27 October, 2025

বহিষ্কারাদেশ প্রত্যাহার: বিএনপিতে ফিরলেন মোকাররম হোসেন সুজন

2 days ago
249


নিজস্ব প্রতিবেদক;

দীর্ঘদিনের বহিষ্কৃত নেতা ও রংপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোকাররম হোসেন সুজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিনি বহিষ্কার হন।

শুক্রবার (২৪ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্তে পূর্বের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে মোকাররম হোসেন সুজনকে পুনরায় বিএনপির প্রাথমিক সদস্য পদে ফিরিয়ে নেওয়া হয়েছে।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়ে সুজন বলেন, ‘বিএনপি আমার বিশ্বাস ও আদর্শের দল। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আমাকে বহিষ্কার করা হয়েছিল। এখন পুনরায় দলে ফিরিয়ে নেওয়ায় কৃতজ্ঞ। আগের চেয়ে আরও উদ্যম নিয়ে দলের জন্য কাজ করতে চাই।’

মোকাররম হোসেন সুজন রংপুর জেলা বিএনপির সদস্য ছিলেন। পূর্বে তিনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, সদস্য সচিব এবং রংপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার জনকণ্ঠকে বলেন, ‘দীর্ঘদিনের পরীক্ষিত ও জনপ্রিয় নেতা মোকাররম হোসেন সুজনের দলে ফিরে আসা গঙ্গাচড়া বিএনপিকে আরও শক্তিশালী করবে। অতীতে তিনি যেভাবে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন, আমরা বিশ্বাস করি ভবিষ্যতেও তেমনি ভূমিকা রাখবেন।’

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth