২৬ অগ্রহায়ণ, ১৪৩২ - ১০ ডিসেম্বর, ২০২৫ - 10 December, 2025

রাজারহাটে কালো আইন বাতিল, বৈষম্য নিরসন ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে অবস্থান কর্মসূচি পালিত

1 hour ago
10


রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি:  
কুড়িগ্রামের রাজারহাটে শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ চত্বরে সরকারি কলেজ শিক্ষক সমিতি রাজারহাট (সকশিস)  এ কর্মসূচির আয়োজন করে। এ সময় বক্তব্য রাখেন বাংলা প্রভাষক আককাছ আলী বসুনিয়া,  বাংলা প্রভাষক হারুন অর রশিদ ও সমাজবিজ্ঞান প্রভাষক দিলরুবা বেগম প্রমূখ। 
বক্তারা বলেন- শিক্ষক-কর্মচারী আত্তীকরণ বিধিমালা ২০১৮-এর সকল কালো আইন বাতিল, বৈষম্য নিরসন এবং দীর্ঘদিন ঝুলে থাকা অধিকার নিশ্চিত করতেই তাদের এই কর্মসূচি।
তাদের উত্থাপিত দাবিসমূহ হলো-দ্রুত পদ সোপান তৈরি করে পদায়ন নিশ্চিত করা, আত্তীকৃত শিক্ষক-কর্মচারীদের পে প্রোটেকশন দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে, দ্রুততম সময়ে ও সহজে চাকুরি স্থায়ীকরণ সম্পূর্ণ করতে হবে, শিক্ষক-কর্মচারীদের চাকুরি  বদলিযোগ্যতা নিশ্চিত করা, একাধিক কলেজে চাকরি গণনাযোগ্য করা, নন-ক্যাডার পদকে ক্যাডার পদে উন্নীত করা।
এ সময় আয়োজকরা বলেন, দীর্ঘদিনের বৈষম্য ও অনিশ্চয়তা দূর না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে।#
 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth