কুড়িগ্রামে পুলিশি অভিযানে এক হাজার পিস ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, গ্রেফতার-২
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ দুই মাদক কারবারি রফিকুল ইসলাম (৪৮) ও সুরুজ আলী (৩১) কে গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। বুধবার আসামীদের আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
জানাযায়, মঙ্গলবার বিকালে দিকে নাগেশ্বরী–ফুলবাড়ী সড়ক এলাকায় নাগেশ্বরী থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ প্রাইভেট কারটি জব্দ করে এবং দুই কারবারিকে হাতেনাতে আটক করে।গ্রেফতার দুই মাদক কারবারি হলেন, রফিকুল ইসলাম (৪৮) ও সুরুজ আলী (৩১), নাটোর জেলার বাসিন্দা।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, "পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় কুড়িগ্রাম জেলাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশ বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দ করা ইয়াবা, প্রাইভেট কার ও গ্রেফতার ব্যক্তিদের বিষয়ে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর হয়েছে। মাদকবিরোধী এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"