গোবিন্দগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল গণমিছিল
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমীর ডা. আব্দুর রহিম সরকারের দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে আজ মঙ্গলবার বিকেলে গোবিন্দগঞ্জে একটি বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি বিভিন্ন স্লোগাসহ গোবিন্দগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে গণমিছিলটি গোবিন্দগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে পৌঁছে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমীর ডা. আব্দুর রহিম সরকার। সামাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল হোসেন সরকার, গাইবান্ধা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ নূরুন নবী প্রধান, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আবুল কালাম আজাদ, সহ-সেক্রেটারী সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম রাজু ও মশিউর রহমান, পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর শেখ ফরিদ, ভারপ্রাপ্ত সেক্রেটারী জাকারিয়া জুয়েল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আল মাহামুদ চিনু, গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আদর্শ শিক্ষক পরিষদের সেক্রেটারী প্রভাষক হাসান সাঈদ তালুকদার প্রমূখ। উপজেলার ১৭টি ইউনিয়ন ও পৌর এলাকার জামায়াতে ইসলামী এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী গণমিছিলে অংশ নেয়।