২৬ অগ্রহায়ণ, ১৪৩২ - ১০ ডিসেম্বর, ২০২৫ - 10 December, 2025

রাণীশংকৈলে এমকেপি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

1 hour ago
12


রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বে-সরকারী উন্নয়ন সংস্থা মানবকল্যাণ পরিষদ এর উপজেলা সিএসও 'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার দুপুরে উপজেলা প্রকল্পের কার্যালয়ে নেটজ-বাংলাদেশ এর সহযোগীতায় দেশের প্রান্তিক জনগোষ্ঠীর বিশেষ করে নারী ও কন্যা শিশুদের মানবাধিকার এবং সামাজিক বিষয়ে আলোচনা করা হয়।

উপজেলা সিএসও সভাপতি মোবারক আলী'র সভাপতিত্বে  সভায় বক্তব্য রাখেন সম্পাদক হালিমা আক্তার ডলি, সদস্য মো: সানি প্রমুখ।

বিএমজেড এর অর্থায়নে হোপ প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে এতে আরও বক্তব্য রাখেন মানবকল্যাণ পরিষদের রাশেদুল আলম লিটন,রৌওশন আরা বেগম।

সভায় উপজেলার ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত সিএসও এর মানবাধিকারকর্মীরা নারী ও কন্যা শিশুদের বিশেষ করে বাল্যবিবাহ এর নানা রকম তথ্য তুলে ধরেন। এমনকি বাল্যবিবাহ ও নারী নির্যাতন রোধের জন্য নানা রকম উদ্যোগ গ্রহণ করেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth