২৬ অগ্রহায়ণ, ১৪৩২ - ১০ ডিসেম্বর, ২০২৫ - 10 December, 2025

কুড়িগ্রামে পানিতে ডুবে মামা-ভাগ্নে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

1 hour ago
8


কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারীতে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত দুই শিশুর বাড়ি ইউনিয়নে এবং সম্পর্কে মামা ভাগ্নে।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে রৌমারী উপজেলার জাদুরচর ইউনিয়নের কর্তিমারী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো, কর্তিমারী এলাকার শাহজাহানের ছেলে শাহবাব মণ্ডল (২) ও দিগলাপাড়া এলাকার আবু তালেবের ছেলে আবু তোহা মণ্ডল (৩)। তারা সম্পর্কে মামা-ভাগ্নে। নিহত তোহা মন্ডল শাহজাহানের বাড়িতে বেড়াতে এসে এ দুর্ঘটনার শিকার হন।

স্থানীয়রা জানান, সকালে দুই শিশু বাড়ির সামনে খেলাধুলা করতে গিয়ে অসাবধানতাবশত বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়।

পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে শিশু দু’টিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে কীর্তি মারী এলাকার বাতাস।

রৌমারী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহ‌নেয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা করা হবে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

রৌমারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রফিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শোকাহত পরিবার দুটিকে সমবেদনা জানান।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth