পাটগ্রাম ৪শ ১৬ বস্তা সার আটক বিক্রয় প্রতিষ্ঠান কে ৩০হাজার টাকা জরিমানা
 
            
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি :
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাইপাস মোড়ে গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৪ অক্টোবর) সকালে পাটগ্রাম থানা পুলিশ ৪শ ১৬ বস্তা রাসায়নিক সার আটক করে এবং বিক্রয়কারী প্রতিষ্ঠান কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জানা যায় পাটগ্রাম উপজেলা শ্রীরামপুর ইউনিয়নের বরাদ্দকৃত টিএসপি, ইউরিয়া ও পটাস মোট ৪শ১৬ বস্তা সার পাটগ্রাম উপজেলার বিসিআইসি সার ডিলার মেসার্স অগ্রণী ট্রেডার্সের স্বত্বাধিকারী ফারুক হোসেন লালমনিরহাট জেলা বাফার গোডাউন হতে উত্তোলন করে পাটগ্রাম নিয়ে আসেন। ওই বরাদ্দকৃত সার তার বিক্রয় প্রতিষ্ঠান মেসার্স অগ্রণী ট্রেডার্স পাটগ্রাম থানা পাড়ার গোডাউনে অনলোড না করে গোপনে বাইপাস মোড়ে সরাসরি ট্রাক হতে ভ্যানগাড়িতে তুলে দহগ্রাম ও পানবাড়ি এলাকার বিভিন্ন খুচরা বিক্রতার কাছে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে বিক্রি করে পাঠাচ্ছিলেন। এ খবর স্থানীয় কৃষকেরা জানতে পারলে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এবং উপজেলা কৃষি কর্মকর্তা কে অবগত করলে তাৎক্ষণিক পাটগ্রাম থানা পুলিশ সার আটক করে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল কোর্ট পরিচালনা করে সার ব্যবসায়ীর ৪শ ১৬ বস্তা সার জব্দ করেন এবং ব্যবসায়ীর ৬মাস কারাদণ্ড বা ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। পাটগ্রাম উপজেলা প্রশাসন সুত্রে জানানো হয়েছে যে, স্থানীয় জনতার গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশের নেতৃত্বে পুলিশের সহযোগিতায় বাইপাস রোড থেকে সরকার বরাদ্দ সার মজুদ থাকা সত্ত্বেও অধিক মুনাফা লাভের আশায় নির্দেশ অমান্য করে সার মজুদ ও খুচরা বিক্রির অপরাধে শ্রীরামপুর ইউনিয়নের বিসিআইসি ডিলার ফারুক হোসেন, অগ্রণী ট্রেডার্স কে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ অনুযায়ী ৩০ হাজার৷ টাকা জরিমানা করা হয়েছে। ট্রাক ভর্তি ৪শ ১৬ বস্তা সার জব্দ করা হয়েছে। জব্দকৃত সার সরকার নির্ধারিত মূল্যে শ্রীরামপুর ইউনিয়নের কৃষকদের মধ্যে বিতরণ করা হবে, মোবাইল কোর্টের এ আদেশ পুলিশের সহযোগিতায় উপজেলা কৃষি অফিসার তামিল করবেন।
মোবাইল কোর্ট পরিচালনাকারী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন, সারের কৃত্রিম সংকট যাতে সৃষ্টি না হয় এবং কৃষি ও কৃষকের স্বার্থে আমাদের সকল প্রকার চেষ্টা অব্যাহত থাকবে।
 
           
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
                